অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ফলাফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় পাসের হার ৭২ শতাংশ।

এ পরীক্ষার ফলাফল রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও ফলাফল জানা যাবে। মুঠোফোনে ফলাফল জানতে হলে মেসেজ অপশনে গিয়ে nu<space>h4<space> নিবন্ধন নম্বরের (শেষের সাতটি সংখ্যা) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম আরও বলেন, চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।