জবিতে অনলাইন পরীক্ষার নীতিমালা পাশ

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত পাশ হয়েছে। এর মধ্যে যদি ক্যাম্পাস খুলে দেয়া হয় তাহলে সশরীরে পরীক্ষা নেয়া হবে। আর ক্যাম্পাস না খুললে অনলাইনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য শিক্ষার্থীদের ৪ সপ্তাহ আগে তারিখ জানানো হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিকেল ৪ টায় এসব কথা জানান তিনি।

এছাড়াও সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আলোচনার ভিত্তিতে আজ আমরা অনলাইন পরীক্ষার নীতিমালা নির্ধারণ করেছি তবে আমরা যে এখনই অনলাইনে পরীক্ষা নিবো তা নয়।

বিজ্ঞাপন

আমরা সশরীরে পরীক্ষা নেওয়ার পক্ষে কিন্তু ক্যাম্পাস খোলার ব্যাপারে সরকার থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তাই বিকল্প হিসেবে আমরা অনলাইনে প্রস্তুতি নিয়ে রাখছি যেনো তখন আমাদের কোন প্রকার কালক্ষেপন না হয়।