বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে ছিনতাই
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত শিক্ষক ও শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাজিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু লালবাগে ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ সময় তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
একইদিন রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ পার্কের মোড় পার্কভিউ ছাত্রাবাস থেকে সর্দারপাড়ায় তার বন্ধুর ছাত্রাবাসে যাচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পূর্ব পাশে মডার্ণ মোড়ে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন। তার ডান হাতে কুপিয়ে মোবাইল কেড়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। প্রক্টরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স দিয়ে গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, কয়েকজন ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে কুপিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।