বৃদ্ধা হামিদা ও প্রতিবন্ধী সেলিমের পাশে জাবি শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বাতা২৪.কম, সাভার
  • |
  • Font increase
  • Font Decrease

বৃদ্ধা হামিদা ও প্রতিবন্ধী সেলিমের পাশে জাবি শিক্ষার্থীরা। ছবি: বার্তা২৪.কম

বৃদ্ধা হামিদা ও প্রতিবন্ধী সেলিমের পাশে জাবি শিক্ষার্থীরা। ছবি: বার্তা২৪.কম

সাভারের আশুলিয়ায় সুবিধাবঞ্চিত দুটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সাভারের পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. সেলিম মিয়াকে সবজি বিক্রির জন্য একটি ভ্যান ও সবজি এবং গকুলনগর এলাকার কর্মহীন বৃদ্ধা হামিদা বানুকে মুরগি ও মুরগি পালনে প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়। এছাড়া তাদের পরিবারের সব খরচ বহন করার দায়িত্ব নেন তারা।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ব্রাদারহুড এবং আমরা মানবতার ধারক-এর পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এই দুটি সংগঠনের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষদের নানা ভাবে সাহায্য সহযোগীতা করে আসছেন।

সংগঠনের সদস্যরা বার্তা২৪.কম-কে বলেন, ‘নিজেদের জমানো টাকা দিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার জন্য আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘সমাজে যখন কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব বেড়ে চলেছে তখন আমরা সুন্দর একটি সমাজ গঠনের চেষ্টা করছি। আমাদের এ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে অন্যরাও এমন ইতিবাচক কাজে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করছি।’