বিশ্ব র্যাংকিংয়ে ইবির ১৭ গবেষক
২০২১ সালে বিশ্ব বিজ্ঞানীদের তালিকায় মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭ জন বিজ্ঞানী ও গবেষক। এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা সম্প্রতি বিশ্বের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর এই র্যাংকিং তালিকা প্রকাশ করেছে।
র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। এশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের এক হাজার ৭৯১ জন এবং ইবির ১৭ জন বিজ্ঞানী।
সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে এ র্যাংকিং।
তালিকায় ইবির গবেষকদের মধ্যে প্রধম ও বাংলাদেশের মধ্যে ১৩৭তম স্থানে রয়েছেন অধ্যাপক আতিকুর রহমান, দ্বিতীয় স্থানে এস এম মোস্তফা কামাল, তৃতীয় স্থানে এম মিজানুর রহমান।
পর্যায়ক্রমে তালিকায় স্থান পাওয়া অন্যান্য গবেষক শিক্ষকরা হলেন, অশোক কুমার চক্রবর্তী, আবুহেনা মোস্তফা জামাল, জি এম আরিফুজজামান খান, রেজওয়ানুল ইসলাম, জালাল উদ্দীন, মিনহাজ-উল-হক, দীপক কুমার পাল, মো. মনিরুজ্জামান, কে এম এ সুবহান, মো. হেলাল উদ্দিন, মো. ইব্রাহীম আবদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া, আহসানুল হক ও এম মনজুরুল হক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। উপাচার্য বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা জোগাবে। বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নিবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করবে। আন্তর্জাতিক পরিসরে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরন্তরভাবে গবেষণার মাধ্যমে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই মর্যাদাপূর্ণ অবস্থান লাভ করায় তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান।