জবি ক্যাম্পাসে হবে করোনার টিকাকেন্দ্র

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা প্রদানের লক্ষে টিকা কেন্দ্র স্থাপনের সিন্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ অক্টাবর) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী অধ্যাপক মো.ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

অফিস আদেশে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্য প্রতি বিভাগের সকল শিক্ষার্থীদের নাম বিশ্ববিদ্যালয় আইডি নম্বর এনআইডি নম্বর কোনো ডোজ গ্রহন করা হয়েছে কিনা জানাতে বলা হয়েছে।

অফিস আদেশে আরো বলা হয়, এন আইডি না থাকলে সকল তথ্য সহ জন্মসনদ নম্বর ও ফোন নম্বর স্ব স্ব বিভাগকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া সেমিষ্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে তাদের থেকে সর্বশেষ তথ্য নেওয়া যাবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য এর পূর্বে গত ২৯ আগস্ট ও ২৭ সেপ্টেম্বর দুটি পৃথক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার তথ্য চেয়েছিল কর্তৃপক্ষ। তবে টেকনিক্যাল সমস্যা, সুস্পষ্ট নির্দেশনা না পাওয়াসহ বেশ কিছু কারণে অনেক শিক্ষার্থীই টিকা নিয়েও তাদের তথ্য দিতে পারেনি।