বিনা প্রয়োজনে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে মানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রয়োজন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতদের অবস্থান না করতে বলেছেন ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, ঢাবি ক্যাম্পাসে বহিরাগতরা যাতে অবস্থান করতে না পারে তার জন্য রোববার (১৪ নভেম্বর) থেকে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

ঢাবি প্রক্টর বলেন, ক্যাম্পাসে এখন ছাত্র সংখ্যা বেশি। ক্যাম্পাস ছোট হয়ে গেছে। এজন্য বহিরাগতদের অনুরোধ করছি, প্রয়োজন ছাড়া তার যেন ক্যাম্পাসে অবস্থান না করেন।

তবে কারো প্রয়োজন হলে সে ক্যাম্পাসে আসতে পারবে। তাকে কোনও ধরনের বাধা দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত তিন দিনের অভিযানে কয়েক ডজন গাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের সড়কে ভারী যানবাহনের চলাচল ও বহিরাগত নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদের একটি অংশও নিয়মিত অভিযান চালাচ্ছে। ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতেও অভিযান চালানো হচ্ছে বলে জানান প্রক্টর।