জাবির প্রজাপতি মেলা ১০ ডিসেম্বর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রজাপতি মেলা বসবে ১০ ডিসেম্বর।

শনিবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে ‘প্রথম আলো বন্ধুসভা’ অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও শুরু হচ্ছে প্রজাপতি মেলা। আগামী ১০ ডিসেম্বর এ মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সবার জন্য উন্মুক্ত এ মেলায় বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ প্রভৃতি আয়োজন করে থাকেন মেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন