শেকৃবিতে ‘সাউ আউট রিচ’র বার্ষিক মূল্যায়ন সভা

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) তে বার্ষিক কর্ম পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং আউটরিচ এর বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ ।

সভায় আউট রিচ কার্যক্রম কমিটি জানায়, এ বছরের শুরুর দিকে কমিটির সিদ্ধান্ত মোতাবেক শেকৃবি কর্তৃক উদ্ভাবিত ফসলের জাত ও প্রযুক্তি নিয়ে ‘শেকৃবি প্রযুক্তি বই’ নামক একটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। বইটির কম্পোজ শেষের পথে এবং শীঘ্রই সকলের কাছে পৌঁছানো সম্ভব হবে ।

বিজ্ঞাপন

তারা আরো জানায়, শেকৃবি কর্তৃক উদ্ভাবিত ‘সাউ সাদা ভুট্টা-১’ এবং ‘সাউ হাইব্রিড ভুট্টা-১’ এপ্রিল থেকে জুলাই এর মধ্যে নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও শেকৃবি কেন্দ্রীয় গবেষণার মাঠে মাঠ প্রদর্শনী ও মাঠ গবেষণা সফলভাবে সম্পন্ন করা হয় এবং বর্তমানে মানিকগঞ্জের সিংড়ায় সাউ চেরি টমেটো-১ এবং মধু উৎপাদন প্রযুক্তি এ বছরের নভেম্বর থেকে চলমান রয়েছে।

সাউ আউটরিচ এর প্রধান ড. শরমিন চৌধুরি বলেন, আমরা চেষ্টা করছি যেখানে যে ফসল ফলে সেগুলোর উন্নত জাত ও চাষ পদ্ধতির ব্যবস্থাপনা পরীক্ষা করা ও কৃষকদের আগ্রহ তৈরির জন্যে মাঠ পর্যায়েও দেখানো । তাছাড়া চেষ্টা করছি বইয়ের ও মাধ্যমেও কৃষিকে এগিয়ে নিতে।

সভাতে ২০২১ সালের সেরা কর্মসম্পাদন ব্যক্তিকে পুরষ্কৃত করা হয় । সেরা কর্মসম্পাদন ব্যক্তি হয় আরিফুল ইসলাম ।

সভায় প্রধান অতিথি ড. শহীদুর রশিদ ভূঁইয়া বলেন, আউট রিচ এর ‘শেকৃবি প্রযুক্তি বই’ শেকৃবির প্রথম প্রযুক্তি মূলক বই । বইটি কৃষির আধুনিকায়ন ও গবেষণায় নতুন সংযোজন হবে। শিক্ষা,গবেষণা ও সম্প্রসারন ৩টি এগিয়ে নিতে পারলেই আমরা সাফল্যমন্ডিত হব।