ববি ছাত্রীকে মারধরের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ববি ছাত্রীকে মারধরের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ববি ছাত্রীকে মারধরের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রী ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় বিএমপির বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার ফজলুর রহমান।

বিজ্ঞাপন

এসময় তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের মানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে মেম্বার লিটন, তার অনুসারী জয় এবং মাকুন মোল্লাসহ অজ্ঞাত পরিচয় দুই-তিনজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রায়ই উত্যক্ত করেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটনের অনুসারী জা‌হিদ হোসেন জয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার স্বামীকে নিয়ে ঘুরতে গেলে জয়ের নেতৃত্বে কয়েক যুবক তাদেরকে লাঞ্ছিত ও মারধর করেন।

বিজ্ঞাপন

এঘটনা মুহূর্তের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

মারধরের প্রতিবাদে ইউ‌পি সদস্য লিটন ও তার অনুসারী জয়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শিক্ষার্থীরা।