তীব্র তাপদাহে জবিতে পরীক্ষা স্থগিত, অনলাইনে ক্লাস

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাপদাহ কমলে আগামী সপ্তাহে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম।

অনলাইন ক্লাসের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় অনলাইনে ক্লাস চলবে। এই সময়ে যে পরীক্ষাগুলো ছিল সেগুলো আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাপদাহ কমলে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ব্যবহারিক ক্লাসের বিষয়ে তিনি বলেন, নিয়মিত ক্লাসগুলো বন্ধ থাকবে। তবে যারা রিসার্চের কাজ করছেন, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিভাগীয় শিক্ষকেরা।

এদিকে, অনলাইন ক্লাসের সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই দাবি করেছেন, তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এসময় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকুক। এমন অবস্থায় পড়াশোনায় মনোযোগ দেওয়া একেবারেই অসম্ভব।

এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী মোবাশ্বিরা খাতুন ইলমা বলেন, মেসের গুমোট পরিবেশে অনলাইনে দীর্ঘক্ষণ ক্লাস করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এতে মাথা ব্যথা, চোখে ব্যথা, অবসাদ ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়।

অন্যদিকে, অনলাইন ক্লাসে নেটওয়ার্ক ও লোডশেডিংয়ের কারণে গুরুত্বপূর্ণ লেকচার মিস হয়ে যায়। সেগুলো ফের দেখতে গেলে সময় অপচয় হয়। সে কারণে, তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা প্রয়োজন।