কোটা বাতিলের দাবি

আগারগাঁও-ফার্মগেট সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কোটা বাতিলের দাবিতে উত্তাল শেকৃবি, ছবি: বার্তা২৪.কম

কোটা বাতিলের দাবিতে উত্তাল শেকৃবি, ছবি: বার্তা২৪.কম

কোটা বিরোধী আন্দোলনে আবারও আগারগাঁও-ফার্মগেট পথ অবরোধ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করেন।

বিজ্ঞাপন

এছাড়াও সামনে আরও বড় অবস্থান কর্মসূচি পালন করার কথাও জানিয়েছেন শেকৃবি শিক্ষার্থীরা।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও আগারগাঁও-ফার্মগেট সড়ক অবরোধ করেছে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।‌

বিজ্ঞাপন

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলনের মূল দাবি আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা প্রথার পুনর্বিন্যাস। আমরা মুক্তিযুদ্ধের বিরোধী নই, বরং দেশের অগ্রগতি রক্ষায় দেশের সব চাকরি ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিতেই আমাদের আন্দোলন।


আগামীকাল আরও বড় আকারে আন্দোলন এবং অবস্থান কর্মসূচির আহবান করেছে তারা। শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল আগারগাঁও মোড় এ অবস্থান কর্মসূচি পালিত হবে বলেও জানিয়েছেন তারা।

পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে সেকেন্ড গেট সংলগ্ন আগারগাঁও-ফার্মগেট সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রায় এক ঘণ্টা আগারগাঁও-ফার্মগেট সড়ক প্রতীকী অবরোধ করে শিক্ষার্থীরা। এতে আগারগাঁও থেকে বিজয় স্মরণী পর্যন্ত দীর্ঘ জটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা “উড়ছে পাখি দিচ্ছে ডাক, কোটা প্রথা নিপাত যাক”, “যুদ্ধ হবে আরেকবার, করব কোটা সংস্কার”, “কোটা বৈষম্য দূর কর, নইলে বুকে গুলি কর”, “আমার দেশ আমার মা, বৈষম্য মানি না” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।