কোটা বিরোধী আন্দোলনে উত্তাল কুবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ/ছবি: বার্তা২৪.কম

শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ/ছবি: বার্তা২৪.কম

কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। ফলে মহাসড়কে দেখা দিয়েছে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট।

বৃহস্পতিবার (০৪ জুলাই) ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাড়ে বারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

এসময় তারা ‘‘লড়াই লড়াই চাই , লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায় বৈষ্যমের ঠাই নাই’, ‘লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘মেধা না কোটা, গো ব্যাক প্রশাসন’’ সহ নানা স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ/ছবি: বার্তা২৪.কম

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, '২০১৮ সালের যে পরিপত্র ঘোষণা করা হয়েছিল সেটার বাস্তবায়ন আমরা চাই। সরকারি চাকরিতে এই বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই।"

বিজ্ঞাপন

২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ করছে। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে। ফলে অন্তত ৭ কিলোমিটার দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। দীর্ঘ অবরোধে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস চালক মোহাম্মদ জুলহাস বলেন, 'চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ঢাকা যাওয়ার পথে এই কোটবাড়িতে এসে একঘণ্টা ধরে বসে আছি। যাত্রীরা চরম ভোগান্তিতে আছে।'

ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাক চালক আনোয়ার হোসেন বলেন, 'কাচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। পাঁচটার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও এখনো এখানেই বসে আছি। মনে হয় না সময়ের মধ্যে পৌঁছাতে পারবো।'

ঢাকাগামী যাত্রী শ্রাবণ ইসলাম নয়ন বলেন, 'একঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। কোনো নড়চড় নেই। এদিকে এই বৃষ্টি এই রোদ উঠছে। চরম ভোগান্তিতে আছি।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, 'অবরোধের কারণে মহাসড়কে যানযটের সৃষ্টি হয়েছে। অবরোধ সড়ে গেলে আমরা দ্রুত সময়ের মধ্যে যানযট নিরসনের চেষ্টা করবো।'