বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনের বিক্ষোভ শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা/ছবি: বার্তা২৪.কম

বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা/ছবি: বার্তা২৪.কম

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত দ্বিতীয় দিনের বাংলা ব্লকেডের আগে বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে সাইন্সল্যাব, নীলক্ষেত ঘুরে আবার সাইন্সল্যাবে এসে রাস্তা বন্ধের কথা রয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলছে, কোটা বাতিলের দাবি পূরণ না হওয়ার আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‌বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। ৭ জুলাই দুপুর ৩টার দিকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজারো শিক্ষার্থী। শিক্ষার্থীদের অবস্থানের কারণে এ সময় সায়েন্সল্যাব, মিরপুর সড়ক, মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। বিকেলের দিকে শিক্ষার্থীরা বাংলামোটর মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে করে সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যাপক জনদুর্ভোগ দেখা দেয়।

বিজ্ঞাপন

সন্ধ্যায় রাস্তা থেকে সরে যাওয়ার আগে বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় সোমবারও তারা রাস্তায় নেমে এসেছেন।