কোটা সংস্কারের দাবিতে

ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীদের রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রংপুর নগরীর মডার্ন মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, কোটাপদ্ধতি সংস্কার করা না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে অবরোধের কারণে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কের তিন দিকে দীর্ঘ এলাকাজুড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এর আগে, সকাল সাড়ে ১০টা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলজেসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরের মডার্ন মোড়ে এসে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘চাকরিতে কোটা, মানি না, মানব না’, ‘কোটাপ্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’ প্রভৃতি স্লোগান দেন।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ওসি রবিউল ইসলাম বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা রাস্তায় বিক্ষোভ করেছিলেন কিছু সময়ের জন্য। পরে তারা চলে গেলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।