ট্রেন থামিয়ে রেল লাইনে বাকৃবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

  • বাকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের রায় চার সপ্তাহ স্থগিতাদেশ প্রত্যাখ্যান করে এক দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রেখে রেল লাইনের উপর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বাকৃবি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. ইরান মিয়া। তিনি বলেন, আজ ছাত্রসমাজ এক দফা এক দাবিতে দেশব্যাপী আন্দোলন করছে। আমরা ছাত্র সমাজ কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানি না মানবো না।

তিনি বলেন, আমাদের এক দফা দাবিটি হলো- সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে (সর্বোচ্চ ৫ শতাংশ) এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

সেই সাথে বাংলাদেশের ছাত্র সমাজকে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ দেয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে সরকারি চাকরিতে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।