বাংলা ব্লকেড: ঢাবির গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিতে পুলিশের অনুরোধ ও বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, স্লোগান দিতে দেখা যায়।

এখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ, চাঁনখারপুল, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, শিক্ষাভ বন মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের কথা রয়েছে।

বিজ্ঞাপন