টিএসসিতে ছাত্রলীগের অবস্থান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রাজু ভাষ্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা/ বার্তা২৪.কম

ছবি: রাজু ভাষ্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা/ বার্তা২৪.কম

শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে মিছিল ও সমাবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে টিএসসি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে দুপুর আড়াইটার দিকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিকাল সাড়ে ৫টার দিকে শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে বিকেল ৪টা থেকে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মধুর ক্যান্টিনের ভেতরে কেন্দ্রীয় ও ঢাবি ও মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কারকামীদের মিছিল শুরু হয়। সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন কোটাবিরোধীরা।

বিজ্ঞাপন