ফের স্থগিত রাবির ১ম বর্ষের ক্লাস শুরুর সময়

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের পাঠদানের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফায় স্থগিত হলো প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার তারিখ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এছাড়া, পাঠদান শুরুর নতুন তারিখ যথাসময়ে জানানো হবে বলে উল্লখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

এর আগে, ১ জুলাই থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পেনশনসংক্রান্ত নতুন নীতিমালা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে তা পেছানো হয়েছিল। তখন বলা হয়েছিল ১৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

বিজ্ঞাপন