মিছিল নিয়ে ফের শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

ছবি: শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে আলদা আলাদা মিছিল নিয়ে প্রথমে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে জড়ো হয়। পরে সব শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিল নিয়ে কলাভবনের সামনে দিয়ে ঘুরে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীরা গতকাল কোটা আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের স্লোগান দেয়। হামলার জড়িতের বিচার দাবি করে শিক্ষার্থীরা। সেই সাথে দাবি আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন