ওপরমহলে বিশ্বাসঘাতকতা করলে আন্দোলন ছেড়ে না যাওয়ার হুঁশিয়ারি

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভূক্তির দাবিতে, ক্লাস-পরীক্ষা বর্জন করে তিন দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। এসময় সরকারের সাথে বৈঠকে উপরমহলের কেউ বিশ্বাসঘাতকতা করলে আন্দোলন ছেড়ে না যাওয়ার হুশিয়ারি দেন তারা।

শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ তলায় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি পালনকালে এমন মন্তব্য করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, আমরা আন্দোলন করছি তিনটি দাবি নিয়ে। প্রত্যয় স্কিম বাতিল, প্রতিশ্রুত সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে। এখানে এই বিষয় নিয়ে ফেডারেশনের নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ তৈরি হচ্ছে। তারা শুধু প্রত্যয় স্কিমের কথা বলছেন। সংগ্রামে জয়ী হওয়ার জন্য আমাদের মানসিকতা দরকার। কিন্তু আমরা নেতৃবৃন্দের মধ্যে এই মানসিকতার ত্রুটি দেখছি। এভাবে সংগ্রামে বিজয়ী হওয়া যায় না। আন্দোলনে সফল হতে হলে আমাদের নেতৃত্বের দ্বন্দ্ব মিটিয়ে একসাথে আগাতে হবে।

তারা আরও বলেন, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে এসেছি। এখান থেকে দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি থেকে পিছিয়ে যাব না। যদি সরকারের সাথে বৈঠক চলাকালে কেউ এই দাবি নিয়ে বিশ্বাসঘাতকতা করে আমরা আমাদের দাবি থেকে পিছিয়ে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন ছেড়ে যাচ্ছি না আমরা। এসময় সকল শিক্ষক নেতাদের নিরাশ না হওয়ার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন