আন্দোলন নিয়ে জরুরি সভা ডেকেছে ঢাবি শিক্ষক সমিতি

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন ও সর্বাত্মক কর্মবিরতি নিয়ে রোববার (১৪ জুলাই) জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। তবে আগামীকালও সর্বাত্মক কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (১৩ জুলাই) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভা আগামী রোববার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ জরুরি সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

এছাড়াও বিজ্ঞপ্তিতে সভার আলোচ্যসূচি হিসেবে উল্লেখ করা হয়, পেনশন স্কিম নিয়ে চলমান আন্দোলন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের কথা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ঢাবি শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বার্তা ২৪.কমকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে, আমাদের দাবির বিষয়ে সরকার আন্তরিক। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সভা হবে। তবে চলমান 'সর্বাত্মক কর্মসূচি' অব্যাহত থাকবে।