বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জবি শিক্ষার্থীরা

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী/ছবি: বার্তা২৪.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী/ছবি: বার্তা২৪.কম

প্রধানমন্ত্রীর অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিরে বিক্ষোভ মিছিল নিয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁটালতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার, জিরো পয়েন্টে পুলিশি বাঁধার সম্মুখীন হয়। তবে সকল বাধা ভেঙে রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছে আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

মিছিলে আন্দোলনকারীরা চেয়েছিলাম অধিকার/ হয়ে গেলাম রাজাকার; কে বলেছে কে বলেছে/ সরকার সরকার ইত্যাদি স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন করা হলে কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে? তার এই বক্তব্যের জেরেই বিক্ষোভে ফুসছে ছাত্রসমাজ।

বিজ্ঞাপন