রাবি ছাত্রলীগের হামলা, চার নেতা আহত

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর রাবি ছাত্রলীগের হামলা

ছবি: বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর রাবি ছাত্রলীগের হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের বিরুদ্ধে বাম ছাত্রসংগঠনের চার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা আল আশরাফ রাফি এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ।

অপরদিকে অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মেহন বাপ্পা এবং ছাত্রলীগ কর্মী প্রিন্স হোসেন রাঈলসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ফুয়াদ রাতুল বলেন, আমরা বাম সংগঠনের কয়েকজন নেতাকর্মী মমতাজ উদ্দিন কলাভবনের সামনে গল্প করছিলাম। ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইকের মহড়া দিচ্ছিল। হঠাৎ তারা আমাদের ওপর হামলা চালায়।

উক্ত ঘটনার অন্য ভুক্তভুগী রাকিব হোসেন বলেন, হঠাৎ ছাত্রলীগ নেতা মনোমহন বাপ্পার নেতৃত্বে অতর্কিত হামলা করে। আমার কানে সার্জারি করা ছিল সেখানে আঘাত পেয়েছি। হামলায় সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। তখন আমি দৌড়ে প্রশাসন ভবনে এসে আশ্রয় নেই। আমাদের কোন দলীয় কর্মসূচি ছিল না।

জানা গেছে, ছাত্রলীগের অতর্কিত হামলায় বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল হোসেনসহ প্রায় ১০ জন শিক্ষার্থীর উপর এ হামলা চালায় ছাত্রলীগ।

এ ব্যাপারে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, বিষয়টি জানার পর প্রক্টর অফিসে আমরা বসেছি। অভিযোগ জেনেছি। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেবো।

এর আগে, বিকাল ৫টার দিকে কোটা আন্দোলনের নামে রাজাকারদের মতাদর্শ প্রচারের বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ। এতে নেতাকর্মীদের ক্যাম্পাসে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেন নেতারা। এ ঘোষণার পর বাইক নিয়ে ক্যাম্পাসে মহড়া শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে দেখা যায়, ক্যাম্পাসের শহীদ জোহা চত্বর, টুকিটাকি চত্বরসহ বিভিন্ন স্থানে জনসমাগম দেখলেই তাদের হটিয়ে দিচ্ছে ছাত্রলীগ। স্বেচ্ছাসেবী একদল শিক্ষার্থীদের অভিযোগ, সংগঠনিক কাজ শেষে ফিরছিলাম। পথিমধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাইক দিয়ে আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ছত্রভঙ্গ এবং গালিগালাজ করেন।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে বিশৃঙ্খলা রোধে আমরা সতর্ক অবস্থানে আছি। কোন অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেবো।