বেরোবি ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত গাড়িতে আগুন

ছবি: ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত গাড়িতে আগুন

পুলিশের গুলিতে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহতের জেরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়ার গাড়ি আগুন দিয়ে পুড়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে ঢুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রাখা এই নেতার একটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় সঙ্গে থাকা আরও ৫ মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে পরায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে সটকে পরেছে।

এর আগে দুপুর ২টায় রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসে। এ সময় তারা বিভিন্ন বিক্ষুব্ধ স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

এসময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে গুলিতে বেরোবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়েছেন।