হল ছাড়তে শুরু করেছেন বেরোবি শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হল ছাড়তে শুরু করেছেন বেরোবি শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

হল ছাড়তে শুরু করেছেন বেরোবি শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর সংঘর্ষ এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পরে অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং ১৭ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠে বেরোবি ক্যাম্পাস। এই ঘটনা জানাজানি হলে পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা ।