কোটা আন্দোলনকারীদের হল না ছাড়ার ঘোষণা

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দোলনকারী শিক্ষার্থীরা

আন্দোলনকারী শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখান করে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে কোটা আন্দোলনকারীদের হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়কগণ।

বিজ্ঞাপন

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে কোটা বৈষম্যবিরোধী প্লাটফর্মে ঘোষণা করেন, হল-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। কেউ হল ছাড়বেন না। আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো।