অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, হল ত্যাগের নির্দেশ

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, হল ত্যাগের নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, হল ত্যাগের নির্দেশ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিদ্যালয় প্রশাসন। এছাড়াও হলের কক্ষ সিলগালা করার নির্দেশ দিয়েছে প্রভোস্টদের।

বুধবার (১৭ জুলাই) সকালে চবি সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো অহিদুল আলম।

তিনি বলেন, সিন্ডিকেটে চবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ৯টার মধ্যে হল ত্যাগ করতে হবে। প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, শিক্ষার্থীদের পৌঁছে দিতে আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত সিডিউলে চলবে শাটল।

এদিকে সকাল থেকেই শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে দেখা যায়।