আতঙ্কে হল ছাড়ছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হল ছাড়ছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

হল ছাড়ছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা, ছবি: বার্তা২৪.কম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দেশের বিভিন্নস্থানে নিহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের একাংশ আতঙ্কে হল ছাড়ছেন।

বুধবার (১৭ জুলাই) বুধবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে ব্যাগ নিয়ে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে দেখা যায়। ক্যাম্পাসের মধ্যে কোনো যানবাহন ও বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে মালামাল নিয়ে হল ছাড়তে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটে দুপুর ১২টা থেকে প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজয় ৭১ হলের এক ছাত্র জানান, নিরাপত্তাহীনতায় ভুগছি তাই চলে যাচ্ছি।

বিজ্ঞাপন

এর আগে, অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা ও সন্ধ্যা ৬ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় ঢাবি সিন্ডিকেট। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।