হলে থাকার অনুমতি দিয়ে ছাড়া পেলেন বাকৃবি ভিসি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে বাধা দেওয়া হবে না প্রক্টরের কাছ থেকে এমন মৌখিক প্রতিশ্রুতি পাওয়া পর ভিসির বাসভবনেের প্রধান ফটকের তালা খুলে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ভিসি ও শিক্ষকরা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর মুক্ত হয়।

বুধবার (১৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে ভিসির বাসভবনের প্রধান ফটকের তালা খুলে দেয় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এর আগে বিকেল ৩টায় হল ত্যাগের নোটিশ প্রত্যাহার দাবিতে ভিসির বাস ভবন ঘেরাও করে প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষভ করে আন্দোলনকারী শিক্ষর্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. আজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের হলে থাকতে বাধা নেই। নিরাপত্তার সব সুবিধাই দেবে প্রশাসন। পরে শিক্ষার্থীরা অবস্থান সমাপ্ত ঘোষণা হলে ফিরে যান।

বিজ্ঞাপন