ছাত্রদের মুক্তির দাবি জানিয়েছেন ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ বৈষম্যমূলক নিয়োগ নীতির বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের ফলে অপূরণীয় জীবনহানি, নির্বিচারে গ্রেপ্তার ও ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহসহ আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন।

রোববার (২৮ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের মাধ্যমে বিভাগের চ্যায়ারপার্সন অধ্যাপক জেরিন আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ, বৈষম্যমূলক নিয়োগ নীতির বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের ফলে অপূরণীয় জীবনহানি, নির্বিচারে গ্রেপ্তার ও ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের ছাত্র মো. আবুল হাসনাত (ওরফে হাসনাত আবদুল্লাহ) গ্রেফতার হওয়ায় আমরা বিশেষভাবে বিচলিত। আমরা আটক অন্যান্য ছাত্রদের সাথে তার অবিলম্বে মুক্তির আহ্বান জানাই। আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে সংযম দেখানোর এবং যারা আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সমর্থন করি এবং আশা করি আলোচনার মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো হবে।