রাবিতে আবারও বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

রাবিতে বিক্ষোভ

রাবিতে বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের একাংশ।

সোমবার (২৯ জুলাই) দপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক আবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর', '৭১'র হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', '১৮'র হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বেষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার এক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, ‘আপনারা দেখেছেন যে, আমাদের ছয়জন কেন্দ্রীয় সমন্বয়কে গতকাল ডিবি অফিসে নিয়ে গিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে, যেটা আমাদের সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। সেই প্রেক্ষিতে প্রতিবাদের স্বরূপ আমরা আজ তাৎক্ষণিক বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছি।’

বিজ্ঞাপন

আরেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘আজ আমরা রাস্তায় নেমেছি প্রধানত দুটি কারণে, আমাদের যে নয় দফা দাবি ছিল রাষ্ট্র বরাবর তা আদায়ের লক্ষ্যে। গতকাল আমরা লক্ষ্য করেছি আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের দিয়ে জোরপূর্বক বাধ্য করে বিবৃতিটি পাঠ করানো হয়েছে। এই দুইয়ের প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সাথে সমন্বয় করে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি।’

এদিকে, শিক্ষার্থীদের এ আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি-পুলিশ।