চবি রাজনীতি বিজ্ঞানে নতুন সভাপতি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রফেসর ড. এ কে এম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ)

ছবি: প্রফেসর ড. এ কে এম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩-এর ১ম সংবিধির ৭নং ধারা মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ) রাজনীতি বিজ্ঞান বিভাগের নতুন সভাপতি পদে তিন বছরের জন্য জন্য নিয়োগ পেয়েছেন। তিনি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর স্থলাভিষিক্ত হয়েছেন।

ড. মাহফুজ পারভেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় স্বল্পকালীন সাংবাদিকতা করেন। ১৯৯৩ সালের শুরুতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ যোগ দেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের সমাজ, রাজনীতি, বিশেষত পার্বত্য চট্টগ্রামের শান্তি, সংঘর্ষ ও নিরাপত্তা বিষয়ে একাধিক গ্রন্থের প্রণেতা ড. মাহফুজ পারভেজ গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)-এর নির্বাহী পরিচালক এবং সমাজ কল্যাণ বিষয়ক সংস্থা মাজহারুন-নূর ফাউন্ডেশন, কিশোরগঞ্জ-এর চেয়ারম্যান।

উল্লেখ্য, তিনি বার্তা২৪.কম-এর অ্যাসোসিয়েট এডিটর।

বিজ্ঞাপন