বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) দুপুর একটার দিকে ক্যাম্পাসে তাদের পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ- বর্তমান ভিসি এবং প্রক্টর ছাত্র আন্দোলন চলাকালীন সময় শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেছে। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকা সত্বেও সবসময় তারা আওয়ামী লীগ সরকারের তাবেদারী করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হননি। ফলে বর্তমান ভিসি এবং প্রক্টর যতদিন শিক্ষার্থীদের ঘাড়ে চেঁপে থাকবে ততদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে না। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দুইজনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে।

বিজ্ঞাপন