পদত্যাগ করলেন রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অনিয়ম, দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন রংপুর জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন।

বুধবার (২১ আগষ্ট) সকল ১১ টা থেকে অধ্যক্ষের পদত্যাগসহ ১২ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দিনব্যাপী আন্দোলনের একপর্যায়ে বিকেল ৩টা ৫০ মিনিটে শিক্ষার্থীদের তোপের মুখে লাঞ্চিত হয়ে বাধ্যতামূলক পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন।

বিজ্ঞাপন

সরে জমিনে গিয়ে দেখা গেছে, রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুরা পারভীনের দীর্ঘ ১২ বছরের নানা অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফুসে ওঠে খোদ প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পক্ষে সমর্থন ছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষকসহ অভিভাবকদেরও।

এসময় শিক্ষার্থীরা তুমুল আন্দোলনের মুখে তাদের লিখিতপত্রে অধ্যক্ষ স্বাক্ষর করে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর ক্যাম্পাসে ছড়িয়ে পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উল্লাস।

বিজ্ঞাপন