ভারত-বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিসাব দাবি ও বন্যা সৃষ্টির প্রতিবাদ

  • ঢাবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বু ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজে প্রাঙ্গণে।

বৃহস্পতিবার (২২আগস্ট) সকালে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ সমাবেশ হয়।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী গাজী হোসেন মাহমুদ বলেন, ভারত আমাদের বন্ধু নয়। আমরা আরো ৫৩ বছর থেকে বলে আসছি, এখন আমরা সবাই বুঝতে পারছি। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলো তলীয় গেছে। আমরা ভারতকে সাবধান করে দিতে চাই, তোমরা তোমাদের আগ্রাসন বন্ধ করো। আমাদের সচেতন করো না, তাহলে আমরা অখণ্ড বাংলাদেশ চেয়ে বসবো। যদি তোমরা বাংলাদেশ অশান্ত করো আমরা সেভেন সিস্টার নিয়ে টান দেব। ভারত ভেঙে খান খান হয়ে যাবে।

তিনি আরো বলেন, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন গড়ে উঠে সে আন্দোলন কখনো পরাজিত হয় না। আমরা ছাত্র জনতাকে বলব, আমরা আবার একটি বিপ্লব চাই। যে বিপ্লবে আমাদের আবির্ভাব হবে মুঘল সম্রাট বাবর হিসেবে। আমরা দিল্লির মসনদ চাই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এসময় শিক্ষার্থীরা 'ভারতীয় আগ্রাসন, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও','একশন একশন,ডাইরেক্ট একশন'সহ ইত্যাদী স্লোগান দেন