ঢাবিতে চলছে বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহ, চলবে রাত ৮টা পর্যন্ত

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ও সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাধারণ মানুষের কাছ থেকে 'গণত্রাণ কর্মসূচি' ব্যানারে সারাদেশের মানুষের জন্যে ২য় দিনের মতো নগদ টাকা ও প্রয়োজনীয় সহযোগীতা সংগ্রহ করেছেন। প্রথম দিন নগদ উঠেছে প্রায় ৩০ লক্ষ টাকা। এ কর্মসূচি প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাবির টিএসসিতে সরেজমিনে গিয়ে দেখা যায় এ চিত্র।

বিজ্ঞাপন

দেখা যায়, বন্যার্তদের জন্যে অনুদান করতে বিশ্রাম বিহীন কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকার নানা প্রান্ত থেকে মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন। নগদ টাকা ছাড়াও মানুষ বানভাসি মানুষের জন্যে আনছেন প্রয়োজনীয় মিনারেল ওয়াটার, পোশাক সামগ্রী, শুকনো খাবার মুড়ি-চিড়া, খই, চিনি-লবন, ঐষধ সামগ্রী যেমন খাবার স্যালাইন,প্যারাসিটামল,স্যানিটারি ন্যাপকিন, উদ্ধার সামগ্রী যেমন লাইফ জ্যাকেট, মোটা দড়ি ইত্যাদি। সেচ্ছাসেবকরা সাহায্য সামগ্রীগুলোকে বন্যা আক্রান্ত অঞ্চলে পাঠানোর জন্যে প্রস্তুত করছেন।

টিএসসিতে শিক্ষার্থীদের কাছে সাহায্য সামগ্রী নিয়ে আসেন ল্যাফটেনেন্ট কর্ণেল মনোয়ার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশের সকলেই বন্যার্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এখানে এসেছি আমাদের পিলখানার পক্ষ থেকে কিছু সহযোগিতা নিয়ে। সকলেই যেন শিক্ষার্থীদের এই উদ্যোগে উৎসাহ দেন এবং একাত্বতা প্রকাশ করেন সে জন্যেই এখানে আসা।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় এর সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ বার্তা ২৪.কমকে জানান, আমরা গতকালের থেকেও আজকে বেশি সাড়া পাচ্ছি। আমরা নগদ টাকা ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছি। ট্রাকে করে সেগুলো বন্যার্তদের পাঠাচ্ছি। আমরা শুধুমাত্র একটা নম্বর থেকেই অনলাইনেও সাহায্য সংগ্রহ করছি।