এবার ইবির ৬ হলের প্রভোস্টের পদত্যাগ

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

পদত্যাগ করলেন ইবির ৬ হলের প্রভোস্ট

পদত্যাগ করলেন ইবির ৬ হলের প্রভোস্ট

প্রশাসনের শীর্ষ ৫ জনের পর এবার পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬ টি হলের প্রভোস্ট। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেন।

রোববার (২৫ আগস্ট) দুপুর ২ টায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাত ১০টায় ফোন কলের মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

সদ্য পদত্যাগকারী প্রভোস্ট হলেন, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু হল প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম, শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. শিপন মিয়া।

এদিকে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এবং জিয়াউর রহমান হলের প্রভোস্ট পদত্যাগ পত্র জমা দেননি।

বিজ্ঞাপন

খালেদা জিয়া হলে প্রভোস্ট ইয়াসমিন আরা সাথী বলেন, প্রভোস্ট কাউন্সিলের সর্বশেষ মিটিংয়ে আমরা ৬টি হলের প্রভোস্ট একত্রে পদত্যাগ পত্র জমা দিয়েছিলাম। আজকে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আসাদুজ্জামান স্যার সেগুলো সাবমিট করেছেন।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রভোস্ট কাউন্সিল আসলে প্রশাসনিক কোন বডি না। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এটা সত্য। লালন হল আর জিয়া হলের প্রভোস্ট ব্যতীত বাকিদের সবার পদত্যাগ করার কথা শুনেছি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আজকে দুপুরে আমি ৬টি হল প্রভোস্টের পদত্যাগপত্র পেয়েছি। তাদের প্রত্যেকেই ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।