টিএসসিতে আজ সংগ্রহ ১ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকা

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন/বার্তা২৪.কম

ছবি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন/বার্তা২৪.কম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া দিয়ে অংশ নেন সাধারণ জনগণ। ৫ম দিন সংগ্রহের পরিসংখ্যান প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে জানানো হয় আজ মোট সংগ্রহ হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার টাকা।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত টিএসসি তে আজকের নগদ অর্থ সংগ্রহের পরিমাণ ৮৫ লাখ ৬৮ হাজার টাকা। গণনা চলমান রয়েছে। এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এসেছে ২৪ লাখ টাকা।

এ সময় তিনি জানান, এখন থেকে ৩ দিন পর পর মোট সংগ্রহ ও মোট ব্যয় এর পরিসংখ্যান নিয়মিতভাবে জানানো হবে।

বিজ্ঞাপন

সম্মেলনে সারাদেশে ত্রাণ কীভাবে এবং কতটুকু পাঠানো হয়েছে এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ানুল হক রিফাত বলেন, গতকাল বিকেল ৫ টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ২টিরও বেশি ট্রাক কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং লক্ষ্মীপুর অঞ্চলে গিয়েছে। সেখানে খাবার পানীয়সহ ২০ হাজার মানুষের ত্রাণ সামগ্রী ছিলো।

তিনি বলেন, রাস্তা থেকেই মানুষ ত্রাণ পেয়ে যাচ্ছে ফলে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পারছে না এই ব্যাপারটা আমরা আমলে নিয়েছি। যেসব দুর্গম এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি সেসব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আহবান জানাচ্ছি। আমাদের সেনাবাহিনীর সাথে কথা হয়েছে তাদের মাধ্যমে দুর্গম এলাকা গুলোতে কয়েক হাজার পরিবারের জন্য আমরা ত্রাণ পৌঁছে দিবো।