টিএসসিতে ষষ্ঠ দিনের মতো চলছে গণত্রাণ সংগ্রহ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বন্যাকবলিত ৪০০ পরিবার পেল র‌্যাবের সহায়তা

বন্যাকবলিত ৪০০ পরিবার পেল র‌্যাবের সহায়তা

দেশের বিভিন্ন অঞ্চলে হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮ টা থেকে ‘গণত্রাণ কর্মসূচি’ ব্যানারে এ টিএসসির গেইটের সামনে টেবিল নিয়ে এ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় শিক্ষার্থীদের। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এর মাঝেই চলছে ত্রাণ সংগ্রহের কার্যক্রম।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাইভেট কার, সিএনজি, রিকশা, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে মানুষ তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে টিএসসিতে উপস্থিত হয়েছেন। কেউ কেউ দান করছেন নগদ অর্থ।

প্রসঙ্গত, এর আগে সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, সোমবার ৫ম দিন সন্ধ্যা ৬টা অব্দি সংগ্রহীত অর্থের পরিসংখ্যান প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে জানানো হয় আজ মোট সংগ্রহ হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৬৮ হাজার টাকা।

বিজ্ঞাপন