ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর হয়েছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের আদেশে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এই নিয়োগ বাতিল হতে পারে।


উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মাকসুদুর রহমান। তিনি গত বছরের ৫ এপ্রিল দায়িত্বে এসেছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগের পর পুরো প্রক্টরিয়াল বডিসহ পদত্যাগ করেছিলেন মো. মাকসুদুর রহমান।

বিজ্ঞাপন