কুবির প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পেলেন অধ্যাপক ছায়াদউল্লাহ

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য নিয়োগের আগে পর্যন্ত চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমসহ সকল প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের জেষ্ঠ্য অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান।

রোববার (১ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রেজিস্ট্রার বলেন, 'শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আজ (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন এবং অধ্যাপকদের নিয়ে আলোচনার মাধ্যমে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতিতে সার্বিক বিষয়গুলো দেখবেন।'

অধ্যাপক জাকির ছায়াদউল্যাহ কোন দায়িত্ব পালন করবেন এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বর্তমানে চলমান সকল কাজগুলো তিনি দেখবেন। চলমান গুচ্ছ ভর্তি পরীক্ষা, বেতন-ভাতা, সরকারি গবেষণার অগ্রগতি, সেমিস্টার ফাইনালের রেজাল্টশিটে স্বাক্ষরসহ যাবতীয় কাজ ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান করতে পারবেন।'

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৯ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, ২৮ আগস্ট উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির পদত্যাগ করেন এবং গত ৪ জুলাই কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামানের মেয়াদ শেষ হয়েছে।