কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছয় দফা
২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সরকারী, বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড-এর আওতাভুক্ত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) কারিগরি ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবিগুলো জানিয়েছেন
শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আমাদের পলিটেকনিকের শিক্ষার্থীরা মাঠে ছিল। বন্যার সময়ে আমরা মানুষকে সাহায্য করেছি। অন্যান্যরা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরকমভাবে আমরাও দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি। আমরা এসরকারকে সাহায্য করতে চাই।
অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে তারা বলেন, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে অবশ্যই কারিগরির দিকে নজর দিবেন। কারিগরি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।
তারা আরও বলেন, আমরা কোনো সহিংসতায় জড়াবো না। আমরা শিক্ষার্থী, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আমরা আশাবাদী সরকার আমাদের দাবিগুলো মেনে নিবেন। আমরা কোনো আন্দোলনে নেমে রাস্তায় যানজট সৃষ্টি করবোনা। আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি করবো না।
তারা বলেন, আমাদের দাবিদাওয়া না মেনে নিলে আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবোনা। তবে আমরা নিয়মিত ক্লাস করে যাবো।
এসময় তারা ছয়টি দাবি তুলে ধরেছেন। দাবি গুলো হলো-
১. ২০২১ সালের নিয়োগ প্রাপ্ত বিতর্কিত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে।
২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী নিশ্চিত করতে হবে এবং প্রতি সিমেস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে।
৩. উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
৪. কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।
৫. কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে।
৬. উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আহসান উল্লাহ পলিটেকনিক, গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটসহ আরো অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।