ঢাবিতে 'চোর' সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'চোর' সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার তদন্তে ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।

তদন্ত কমিটিকে আজ সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ কমিটি গঠন করা হয়। ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম তদন্ত কমিটি গঠণের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, সহকারী আবাসিক শিক্ষক ড. এম এম তৌহিদল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (বিজ্ঞান অনুষদ) কে. এম. নূর আলম সিদ্দিকী।

বিজ্ঞাপন