গণঅভ্যুত্থানে আহত-নিহত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে চবি প্রশাসন

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জুলাই বিপ্লব বা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত বা নিহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পরিচালক বরাবর চিঠি দিয়ে আহত বা নিহতদের তালিকা চাওয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে এমন তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আপনার বিভাগ/ইনস্টিটিউটে অধ্যয়নরত যে সকল ছাত্র-ছাত্রী নিহত বা আহত হয়েছে অথবা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে; তাদের নাম, আইডি নম্বর, পিতা/মাতার নাম এবং ফোন নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ পূর্ণাঙ্গ তথ্য অতিসত্বর একাডেমিক শাখায় প্রেরণের জন্য আপনাকে আদেশক্রমে অনুরোধ করা হলো।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ ব্যাপারে বলেন, ‘গণঅভ্যুত্থানের যারা আহত বা নিহত হয়েছে, আমাদের কাছে তাদের একটা রেকর্ড থাকা দরকার। তারা একটা মহৎ কাজ করেছে। যদি সম্ভব হয় তাদের জন্য কিছু করতে পারলে করলাম।’

বিজ্ঞাপন