যোগদান করলেন কুবির নতুন উপাচার্য

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুবির নতুন উপাচার্যের সাথে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা

কুবির নতুন উপাচার্যের সাথে স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যোগদানের মাধ্যমে প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এসময় সাথে ছিলেন নবনিযুক্ত প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি।

বিজ্ঞাপন

এরপর প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে যথাক্রমে সকাল দশটায় শিক্ষকদের সাথে, ১১টায় কর্মকর্তাদের সাথে, সাড়ে ১১টায় কর্মচারীদের সাথে, বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে এবং বেলা ১টা থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

আলোচনা শেষে নবনিযুক্ত উপাচার্য সাংবাদিকদের জানান, আমি এ বিশ্ববিদ্যালয়ে নতুন। তাই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতেই সাংবাদিকসহ বাকি স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করেছি। যে সমস্যাগুলো আপনাদের মাধ্যমে খুঁজে পেয়েছি, আশা করি আপনাদের সহযোগিতায় এগুলো সমাধানে কাজ করতে পারবো।