আমার কাজ হবে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করা: ইবি উপাচার্য

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার কর্মপরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকলের উদ্দেশ্যে বলেন, আমার কাজ হবে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দায়িত্ব গ্রহণের পর শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য ও উদ্দেশ্য তার সাথে আমার চিন্তা চেতনার ঐক্য মিল রেখে আমি এখানে কাজ করবো এবং আমার কাজ হবে সত্য পথের কাজ। আমার কাজ হবে আল্লাহ নির্দেশিত পথের কাজ। আমার কাজ হবে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা।

তিনি আরও বলেন, আজকের এই বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রক্তের ফসল। এই বিশ্ববিদ্যালয়ের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্যকে সামনে রেখে আদর্শ একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে তৈরি করতে পারি তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য তা, যা আমার ছাত্রদের উদ্দেশ্য। দিস ইজ নট এ পোস্ট অফ পাওয়ার, দিস ইজ এ পোস্ট অফ রেসপনসেবলিটি। আমি দায়িত্ব পালনের জন্য এসেছি। সবার সহযোগিতার মাধ্যমে বৈষম্যবিরোধী একটি সিস্টেম চালু করার মাধ্যমে আমি সামনে অগ্রসর হবো।

এর আগে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে বরণ করে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে পৌঁছে কর্মস্থলে আগমনের আনুষ্ঠানিকতা শেষে নিজ কার্যালয়ে যান নবনিযুক্ত উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা জ্যেষ্ঠ অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।