জাবিতে ২০ অক্টোবর থেকে নবীন শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আগামী ২০ অক্টোবর থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা তথ্যটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, পূর্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির মিটিংয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ৩০ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল কিন্তু এখন এই তারিখে শুরু না হয়ে ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। চলমান ক্যাম্পাস পরিস্থিতি ও পুজার ছুটির কারণে ক্লাস শুরুতে অপরাগতা প্রকাশ করেছে প্রশাসন।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের ২২ ফেব্রুয়ারী শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি শেষ হয়৷