জবিতে শহিদ সাজিদ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জবিতে শহিদ সাজিদ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা/ছবি: সংগৃহীত

জবিতে শহিদ সাজিদ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা/ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ ডিবেট ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক অন্ত:বিশ্ববিদ্যালয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা "শহিদ সাজিদ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা -২০২৪" আয়োজন করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এআইএস বিভাগের ৩১২ নম্বর কক্ষে এই পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

'পেরিয়ে রক্তের গঙ্গা, মুক্তির পথে উত্তোলিত ঝান্ডা' এই স্লোগানকে সামনে রেখে সারাদিন ব্যাপি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকরা বলেন, এ আয়োজন সাজিদের স্মরণে, শহিদের ত্যাগকে লালনে।

আজকের আলোচ্য বিষয় গুলো ছিলো :-

১. ৭১ ও ২৪ : বিপ্লব কেন ছিনতাই হয়?
২. টালমাটাল অর্থনীতি।
৩. বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং আমার স্বপ্ন।
৪. ফিলিস্তিনের মুক্তির লড়াই, বেঁচে থাকার অধিকার।
৫. কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা।

এসময় বক্তাদের বক্তব্যে ফুটে ওঠে জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মো. আমির হোসেন, মাহবুবুল আলম হাদী, সবুজ আহাম্মেদ শিমুল, ময়না আক্তার, সোহানুর রহমান, নাহিদ হাসান এবং রাইসুল ইসলাম নয়ন।

উল্লেখ্য, ১ম পর্ব শেষে ১০ জন প্রতিযোগীকে ২য় এবং চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। ২৮ সেপ্টেম্বর, শনিবার ফাইনাল পর্ব এবং পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।