রিপোর্টার্স ইউনিটির সাথে ইবি উপাচার্যের মতবিনিময়

  • ইবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কনফারেন্স রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, সেশনজট নিরসন, গবেষণা উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ সহ নানা বিষয়ে সংস্কারমূলক আলোচনা করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ফারহানা নওশিন তিতলি, শাহীন আলম, শাহরিয়ার কবির রিমন, সামি আল সাদ আওন সহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আপনারা সাংবাদিকরা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবেন। কোথাও যদি দুর্নীতি হয় সেটা আপনাদের থেকেই আমরা জানবো। অনিয়মের বিষয়ে কান কথায় কান না দিয়ে আমাকে আগে অবহিত করবেন।’এছাড়াও তিনি শিক্ষা সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।